নিজস্ব প্রতিবেদক :
বরিশালে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কে নগরীর রূপাতলী উকিলবাড়ি সড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল ও নবগ্রাম রোডের রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল। তারা দুজনে রূপাতলীতে এসিআই এনিমেল হেলথ্ স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে দুজনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’’
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতদের সহকর্মী জিহাদ জানান, রাতে অফিসে ডিউটি শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেল যোগে রূপাতলী বাস টার্মিনালের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে উকিলবাড়ি সড়কের সামনে ঝালকাঠিগামী বেপরোয়া গতির মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। এছাড়া জুয়েলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।






