নিজস্ব প্রতিবেদক :
বরিশালে গণভোট বিষয়ে কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান। বরিশাল সদর কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল-মনিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।
এছাড়া সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, অজিত কুমার দাস, মো. ফজলুর রহমান এবং কবি নজরুল সমাজ কল্যাণ ক্লাব ও পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আ. সেলিমসহ সংশ্লিষ্টরা।
সভায় গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও ভোট প্রদানের পদ্ধতি নিয়ে কৃষকদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের মাঝে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
সভায় বক্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটাররা প্রার্থী নির্বাচনের পাশাপাশি গণভোটে অংশগ্রহণের সুযোগ পাবেন। এদিন ভোটারদের দুটি ব্যালট দেওয়া হবে। এর মধ্যে গোলাপি রঙের ব্যালটের মাধ্যমে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করা যাবে।
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দলের যৌথ ভূমিকা, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোট চালু, বিরোধী দলের ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটিতে নেতৃত্ব, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার সম্প্রসারণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মতো প্রস্তাবের পক্ষে মতামত দেওয়া যাবে।
বক্তারা বলেন, গণভোটে অংশগ্রহণের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণের সুযোগ পাচ্ছেন ভোটাররা। তাই সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।






