নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশাল মহানগরের বিভিন্ন মসজিদের ইমামদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮টায় নগরীর বরিশাল ক্লাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, সাবেক বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও সাবেক হুইপ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, খতিব ও ইমাম, জামে এবাদুল্লাহ জামে মসজিদ, চকবাজার, বরিশাল।
এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বরিশাল মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






