TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে পাওনা টাকা ও মোবাইল সেটের বিরোধকে কেন্দ্র করে কথিত অনলাইন নিউজ পোর্টালের অফিসে ডেকে নিয়ে এক যুবককে বৈদ্যুতিক শকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় ‘দৈনিক আলোকিত সংবাদ’ নামের অনিবন্ধিত পোর্টালের অফিসে নিহত হন মোটরসাইকেলচালক বেল্লাল হোসেন রাজ (চার সন্তানের জনক)।

আটকদের দাবি ভবনের পাশে থাকা হাই ভোল্টেজ লাইনে স্পৃষ্ট হয়ে বেল্লাল মারা যান। তবে পরিবারের অভিযোগ কথিত সাংবাদিক রিপন রানা ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। ঘটনার পর রিপন পলাতক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টার দিকে বেল্লালকে অফিসে নেওয়া হয় এবং রাত ৪টায় রিপন ও রানা তার নিথর দেহ নিচে নামায়। এর আগে দুই নারীকে অফিস থেকে নেমে সিঁড়িতেই টাকা ভাগাভাগি করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের একাধিক অংশ দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *