TT Ads
Spread the love

শাহিন সুমন :
আসন্ন জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করে কার্যত জেলায় শক্ত অবস্থান নিশ্চিত করেছে বিএনপি। কৌশলগত কারণে বরিশাল-৩ আসনটি এখনও খালি রেখেছে দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন ছয়টি আসনেই প্রার্থী দিয়েছে। ফলে পুরো জেলায় বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলনকে ঘিরে ত্রিমুখী ভোটযুদ্ধ গরম হয়ে উঠছে।

 

বরিশাল-১: ঐতিহ্যগতভাবে বিএনপির দুর্গ
আগৈলঝাড়া–গৌরনদী নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বিএনপির হেভিওয়েট নেতা জহিরউদ্দিন স্বপন ইতোমধ্যেই ভোটারদের আস্থা অর্জন করেছেন। মাঠের চিত্র বলছে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বপন ও জামায়াতের এ কে এম কামরুল ইসলাম খানের মধ্যে। ভোটারদের সোজাসাপ্টা মত বিপুল ব্যবধানে এগিয়ে বিএনপি।

 

বরিশাল-২: সান্টুর এগিয়ে থাকার আভাস, অভির আগমনে সমীকরণ বদলাতে পারে
উজিরপুর–বানারীপাড়া আসনে বিএনপির এস সরফুদ্দিন আহমেদ সান্টু সুবিধাজনক অবস্থানে থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম ফারুক অভি প্রতিদ্বন্দ্বিতায় নামলে পরিস্থিতি বদলে যেতে পারে। জামায়াতের প্রার্থী আবদুল মান্নান মাঠে খুব একটা সক্রিয় নন।

 

বরিশাল-৩: কৌশলগত নীরবতা, সুবিধাজনক অবস্থানে জামায়াত
বাবুগঞ্জ–মুলাদী নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি। স্থায়ী কমিটির দুই নেতা সেলিমা রহমান ও জয়নুল আবেদীনের মধ্যে অভ্যন্তরীণ সমীকরণকে কেন্দ্র করে সিদ্ধান্ত ঝুলে আছে। এদিকে জানা গেছে, এই আসনটি এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদকে সমর্থন দেওয়ার কথাও ভাবছে বিএনপি।
প্রার্থী ঘোষণা না হওয়ায় বর্তমানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে জামায়াতের জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। তবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ দাবি করছেন, “এ আসন ধানের শীষের ঘাঁটি। বিএনপি প্রার্থী এলেই জয়ের সম্ভাবনা শতভাগ।

 

বরিশাল-৪: রাজিব–জব্বার লড়াই তুঙ্গে
হিজলা–মেহেন্দিগঞ্জ আসনে বিএনপির রাজিব আহসান ও জামায়াতের আবদুল জব্বারের মধ্যে সরাসরি লড়াই জমে উঠেছে। রাজিব আহসান সংগঠনগতভাবে এগিয়ে থাকলেও মাঠে প্রচারণায় কিছুটা এগিয়ে জামায়াত প্রার্থী।

 

বরিশাল-৫: সরোয়ার বনাম হেলাল—দুই হেভিওয়েটের মোকাবিলা
বরিশাল সদর–সিটি করপোরেশনভিত্তিক এ আসনটি বিএনপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি। পাঁচবারের সাবেক এমপি মজিবর রহমান সরোয়ারকে ঘিরে আস্থাশীল বিএনপি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা মুয়াযযম হোসাইন হেলালও শক্তিশালী প্রার্থীদের একজন, ফলে এ আসনে
উত্তেজনা রয়েছে তুঙ্গে।

 

বরিশাল-৬: লড়াই তিনভাগে ছড়িয়ে পড়ার শঙ্কা
বাকেরগঞ্জে বিএনপির আবুল হোসেন খানের বিপরীতে মাঠে আছেন জামায়াতের মাহমুদুন্নবী তালুকদার। পাশাপাশি ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা মুফতি সাইয়্যেদ মুহাম্মদ ফয়জুল করীমও প্রার্থী হলে ভোটের মাঠ তিনভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *