নিজস্ব প্রতিবেদক :
কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের ব্যানারে যে কোন ধরণের কর্মসূচী পালন
কর্তৃপক্ষের নির্দেশে সাময়িক স্থগিত করা হয়েছে।
সোমবার (০২ জুলাই) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ প্রেরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইয়ুম সাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে- “এতদ্বারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ০২ জুলাই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কর্মকর্তাদের মধ্যে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের ব্যানারে যে কোন ধরণের কর্মসূচী পালন কর্তৃপক্ষের নির্দেশে সাময়িক স্থগিত করা হল।
উল্লেখ্য যে, প্রক্টর অফিসের পূর্বানুমতি ব্যতীত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের ব্যানারে কোন ধরণের কর্মসূচী পালন করা যাবে না।”
আর এ নোটিসের অনুলিপি অফিস নথিতে সংরক্ষন করাসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, উপাচার্যর একান্ত সচিবসহ বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েসন, ১১-১৬ গ্রেড ও ১৭-২০ গ্রেড পরিষদের সভাপতি/সম্পাদককে প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ বলেন, নোটিস হাতে পেয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বাকি তিনটি সংগঠন ও আমাদের সংগঠনের বাকী নেতাকর্মীদের সাথে কথা না বলে এ বিষয়ে এ মুহুর্তে কোন মন্তব্য করতে চাচ্ছি না।
এদিকে কর্মচারী পরিষদের সদস্যরা জানিয়েছেন, যা ঘটেছে তা কর্মকর্তাদের মাঝে, এ নিয়ে তাদের কর্মসূচি পালনে প্রভাব পড়তে পারে। তবে কর্মচারীদের কর্মসূচিতে হস্তক্ষেপ করলে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত অন্য সংগঠনগুলোকে একইভাবে নোটিস দেয়া উচিত ছিল। এখানে বৈষম্যের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে।
উল্লেখ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলোতে নিজেদের মধ্যে গ্রুপিং রয়েছে।