TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

‎বছরের প্রথম দিনেই বরিশালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।

‎আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল থেকেই নগরীর বিভিন্ন বিদ্যালয় গুলোতে দেখা গেছে নতুন বই নিতে শিক্ষার্থীদের ভিড়।

 

সরকারী বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম জানান তিনদিনের রাষ্ট্রিয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব করা না হলেও বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা ও অভিভাবকরা।

বরিশাল জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল জব্বার জানান, ‎বরিশাল জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫৮৮ টি বিদ্যালয়ে এ বছর বইয়ের চাহিদা ছিলো ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে প্রাপ্তি ১১ লাখ ৬৪ হাজার ৬০০ নতুন বই। প্রাথমিকের প্রায় শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলেও মাধ্যমিক পর্যায়ের বই এসেছে ৭৩ দশমিক ২৩ শতাংশ। বিভাগে মাধ্যমিক, কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনাল সহ অনান্য স্তরের মোট চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬ টি আর প্রাপ্তি ১ কোটি ১৮ হাজার ৪৭৭ টি। এর মধ্যে মাধ্যমিক স্তরে বইয়ের মোট চাহিদা ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০ টি। এর মধ্যে প্রাপ্তি ৪৭ লাখ ১০ হাজার ৫০৩ টি। আজ বিতরন হবে ৪৬ লাখ ৩২ হাজার ৭২৬টি।

তিনি আরও জানান বাকি যে বইয়ের চাহিদা রয়েছে তা আগামী দুই একদিনের মধ্যেই স্কুলগুলোতে পৌঁছে যাবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *