TT Ads

নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে বরিশালে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

এই প্রতিবাদে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। মোমবাতি হাতে নিয়ে সমাবেশে অংশ গ্রহন করে নানা বয়সের মানুষ।

এ সময় তারা বলেন, অনতিবিলম্বে বোমা মেরে শিশুদের হত্যা সহ ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এবং দ্রুত বিচারের দাবিও জানান তারা। এ বিষয়ে জাতিসংঘের প্রতি উদ্যোগ নেয়ার দাবীও জানান আন্দোলনকারীরা।

পরে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্বলন করেন তারা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছাড়াও নানান শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *