নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে বরিশালে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এই প্রতিবাদে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। মোমবাতি হাতে নিয়ে সমাবেশে অংশ গ্রহন করে নানা বয়সের মানুষ।
এ সময় তারা বলেন, অনতিবিলম্বে বোমা মেরে শিশুদের হত্যা সহ ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এবং দ্রুত বিচারের দাবিও জানান তারা। এ বিষয়ে জাতিসংঘের প্রতি উদ্যোগ নেয়ার দাবীও জানান আন্দোলনকারীরা।
পরে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্বলন করেন তারা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছাড়াও নানান শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়।