নিজস্ব প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষনার দাবিতে দায়ের করা মামলার তারিখ আগামী ৫ মে পুনঃ নির্ধারণ করেছে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত।
আজ (২৪ এপ্রিল) বৃহস্পতিবার বরিশাল নির্বাচনী ট্রাইবুনাল আদালতের বিচারক পরবর্তী তারিখের কথা জানান।
এসময় মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির জানান, ২০২৩ অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার জন্য গত ১৭ এপ্রিল মামলা দায়ের করা হয়। মামলায় আজ আদালতে শুনানী শেষে বিচারক আগামী ৫ মে তারিখ পুনঃ র্নিধারন করেছে।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষনার দাবিতে সকাল থেকে নগরীর সদর রোডের অশ্বনী কুমার হলের সামনে অবস্থান নেয় সর্বস্তরের মানুষ। পরে তারা মিছিল নিয়ে আদালতের প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নেয়। পরবর্তী তারিখ র্নিধারনের বিষয়টি জানতে পেরে ক্ষুদ্ধহন অনেকে। এসময় তার অনেকে আদালতের ভিতরে প্রবেশের চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।