নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুরের নেছারাবাদে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কিষাণীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার আটঘরে সারাবাংলা কৃষক সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন ২২০ জন নারী কৃষাণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। সভাপতিত্ব করেন আন্দাকুল–জিন্দাকাঠি মিশ্র ফল ও সবজি উৎপাদক সমবায় সমিতির সভাপতি বর্ণালী শিকদার। সঞ্চালনা করেন সারাবাংলা কৃষক সোসাইটির অ্যাক্সেস প্রকল্পের আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এসএম রঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাবিবুর রহমান বলেন, “কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়লে ক্ষমতায়নও বাড়বে। পরিকল্পিতভাবে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করলে নারী কৃষাণীরা আরও লাভবান হবে এবং তাদের জীবনমান উন্নত হবে।”
সমাবেশে নারী নেতৃত্ব, নিরাপত্তা, কৃষি উৎপাদনে অংশগ্রহণ ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় আয়োজিত এই সমাবেশে নারীদের অর্জিত অর্থ সংসারে অবদান রাখায় পারিবারিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য, সারাবাংলা কৃষক সোসাইটির ১৩৫টি সদস্য উৎপাদনকারী সংগঠন ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে। ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে নারীর অধিকার ও অগ্রগতির তাৎপর্য তুলে ধরা হবে। সমাপনী আলোচনা ও মানববন্ধনের মাধ্যমে ১৬ দিনের এ কর্মসূচি শেষ হবে।






