TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এতে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। প্রার্থী ঘোষণায় দেরি হওয়ায় নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমও দৃশ্যমান নয় বিএনপির পক্ষ থেকে।

অপরদিকে, জামায়াতে ইসলামী প্রায় ১০ মাস আগে থেকেই এ আসনে বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবরের প্রার্থিতা ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি নিয়মিতভাবে উঠান বৈঠক, গণসংযোগ এবং এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের মতে, তিনি বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং নানা সামাজিক বিষয় ভোটারদের সামনে তুলে ধরছেন। তার সঙ্গে স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে প্রচারণায় সক্রিয় রয়েছেন।

বিএনপি প্রার্থী ঘোষণা না করায় দলের কর্মী-সমর্থকদের মাঝে স্থবিরতা দেখা দিলেও মাঠে সক্রিয় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ইসলামী আন্দোলনের প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম ইতোমধ্যে প্রচারণা জোরদার করেছেন। একইভাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষেও নিয়মিত প্রচারণা চলছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণে জানা যায়, বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা না করায় অন্যান্য দল—বিশেষত জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টি—আসনটিতে নিজেদের প্রভাব বিস্তারে সুযোগ পাচ্ছে। তবে বিএনপি শক্তিশালী প্রার্থী নিয়ে আসলে প্রতিযোগিতার চিত্র বদলে যেতে পারে।

স্থানীয় কয়েকজন অরাজনৈতিক ব্যক্তি বলেন, “জহির উদ্দিন বাবরের মার্জিত আচরণ, সাদাসিধে জীবনযাপন ও সততা তাকে এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সম্মানিত ব্যক্তিরাও তার সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন। বাবুগঞ্জ–মুলাদীর অনেকেই তাকে জনসেবামূলক মনোভাবের কারণে ইতিবাচকভাবে দেখছেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *