নিজস্ব প্রতিবেদক :
যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনে বরিশালে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, সিটি কপোরেশন, ডি আই জি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শহীদ বেদীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় সেখানে মানুষের ঢল নামে।
দিবসটি উপলক্ষে নগরীর বেলর্সপার্ক মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া, বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
দুপুরে কীর্ত্তণখোলা নদীতে বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয়।