নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদল এর নবগঠিত কমিটির পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের ভাইস প্রিন্সিপাল ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এর পরপরই ডেংগুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মেডিকেল কলেজের সমগ্র ক্যাম্পাসে ফগার মেশিন দিয়ে মশানাশক ঔষধ ছিটানো হয়। এছাড়াও পরিস্কার পরিছন্নতা অভিযান চালায় তারা।
একই সাথে শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সহযোগিতায় ক্যাম্পাসের চলমান ফুটবল টুর্নামেন্ট সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এর লক্ষ্যে নবগঠিত শেবাচিম ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ ছাত্রদের জন্য সাউন্ড বক্স প্রদান করে কমিটির নেতৃবৃন্দ।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস হবে একটি সুস্থ সুন্দর এবং সম্প্রিতির বন্ধনে আবদ্ধ ক্যাম্পাস। যেখানে সকল শিক্ষার্থীবৃন্দ এক সাথে মিলে মিশে সকলের পাশে থেকে সকল সমস্যা দূল করা সহ সামাজিক, সাংস্কৃতিক ও মেল বন্ধনের মাধ্যমে শিক্ষার পরিবেশ কে আরও তরান্নিত করার জন্য ছাত্রদল সব সময় কাজ করে যাবে।