TT Ads

ভারতে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-এর নতুন সরকার বেশিদিন টিকবে না বলে ভবিষ্যদ্বাণী করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা দাবি, যারা এই মুহূর্তে এনডিএ জোটে রয়েছে, তারা কেউ খুশি নয়। দ্রুত কেন্দ্রে সরকার গঠন করবে ইন্ডিয়া জোট। শনিবার কালীঘাটে দলীয় সাংসদদের বৈঠকে তিনি এ দাবি করেছেন।

 

 

মমতা বলেছেন, ‘এই সরকার আনস্টেবল। এই নড়বড়ে সরকার থাকার কোনো মানে নেই। জলদি চলে যাক। ধ্যান করুক। এরকম হলে আমরা দায়িত্ব নিতাম না। আমি বলেছিলাম ২০০ পার হবে না। কমিশন ম্যানুপুলেট করেছে।

তৃণমূল নেতা বলেন, ‘আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। তবে এই সরকার বোধ হয় ১৫ দিনও থাকবে না।’

 

ইন্ডিয়া জোটের শরিকদের উদ্দেশে মমতার বার্তা, ‘নিজেদের দল সামলে রাখুন। বিজেপি আবার দল ভাঙানোর চেষ্টা করবে।’

তিনি আরও বলেন, ‘যারা অগণতান্ত্রিক, অসাংবিধানিকভাবে সরকার করছে তাদের জন্য আমার শুভকামনা নেই। বাকিদের শুভেচ্ছা। সবাইকে বলব নিজেদের দল সামলাতে। বিজেপি আবার পার্টি ভাঙতে চাইবে। তবে এভাবে চলবে না, নিজেরাই ভেঙে যাবে। ওরা কেউ খুশি নয়, এটা দেখতে পাচ্ছি।’

 

বিজেপি কটাক্ষ করে মমতা বলেন, ‘শেষ পর্যন্ত ইন্ডিয়া সরকার হবে। এরা কতদিন। একটু করে নিক। আমরা মানুষের ভালো চাই। দেশে বড়সড় পরিবর্তন, আমরা অপেক্ষায় আছি।’

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *