বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৪-২৫ সেশনের নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের তরুণ ও যুবসমাজকে নৈতিকতা বিবর্জিত, মাদকাসক্ত, সন্ত্রাসী জাতিতে পরিণত করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন বিগত কোন সরকারের আমলেই বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার জন্য পর্যাপ্ত বাজেট রাখা হয়নি। এসময় তিনি নৈতিকতা সম্মৃদ্ধ আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা ও শিক্ষার যথাযথ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো প্রয়োজনে ছাত্রশিবির সাধারণত শিক্ষার্থীদের পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি সভাপতি মোঃ রায়হানের সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সভাপতি রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম কলেজ এর সাবেক নির্বাচিত এ.জি.এস ও সাবেক বরিশাল মহানগর সভাপতি শেখ নেয়ামুল করিম, সাবেক বরিশাল মহানগর সভাপতি সগীর বিন সাঈদ, বরিশাল মহানগরের সাবেক শিক্ষা সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান ফারুক, বরিশাল মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম ও বরিশাল পলিটেকনিক এর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক জুবায়ের হোসেন জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন বরিশাল মহানগর এর যুগ্ম আহবায়ক আইয়ুব নবী, ইসলামী ছাত্র আন্দোলন পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি জহিরুল ইসলাম জিহাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ও পলিটেকনিক ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।