TT Ads
Spread the love

খবর ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠির-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু।

 

মিতুর দেওয়া হলফনামার তথ্যে উঠে এসেছে, তার কাছে নগদ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা, ব্যাংকে জমা রয়েছে ৫১ হাজার টাকা। সোনা রয়েছে ২০ ভরি। মোট সম্পদের মূল্য ৭৪ লাখ ৩১ হাজার টাকা।

 

হলফনামায় তার স্বামীর নগদ টাকা রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা, ব্যাংকে রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা, আসবাপত্র ১ লাখ ২০ হাজা টাকার। মোট ৫৩ লাখ ৪২ হাজার ২ শত ৬৮ টাকা রয়েছে তার। তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পত্তি নেই।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *