নিজস্ব প্রতিবেদক :
যে বয়সে বেণী দুলিয়ে স্বপ্ন পূরণের কথা -সে বয়সে কিশোরী জুই হাসপাতালের বিছানায় ছটফট করছে। তাকে মরফিন দিয়ে, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তীব্র যন্ত্রণায়, হাসপাতালের বেডে গত তিনদিন ধরে ছটফট করছে সে। জুই বরিশালের, বিশিষ্ট সাংবাদিক, বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব প্রদানকারী, একসময়ে দৈনিক যায় যায় দিন,দৈনিক মানবজমিন এর বরিশাল প্রতিনিধি, বর্তমানে স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন এর বিশেষ প্রতিনিধি -কে এম মনিরুল আলম (স্বপন খন্দকার) এর মেধাবী কন্যা।
বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মৌমিতা জুঁই, ডান পায়ের হাড়ের ক্যান্সারে( Sarcoma right Tribio)গুরুতর অবস্থায় বর্তমানে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও , ৩/৪দিনের মধ্যে তাকে ঢাকার ক্যান্সার হাসপাতালে ভর্তির নির্দেশনা দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। প্রাথমিকভাবে ঢাকায় স্বনামধন্য চিকিৎসক ডাক্তার কৈরীর অধীনে তার সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।
মেধাবী এই শিক্ষার্থীকে সুস্থ করে তোলার জন্য হাড়ের অপারেশন করা প্রয়োজন হবে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এই মুহূর্তে এই গুরুতর চিকিৎসা, ফলোআপ ও আনুষাঙ্গিক পরিচর্যার জন্য অন্তত ১০ লক্ষ(১০ লক্ষ) টাকার জরুরী সহায়তা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক মনিরুল আলম স্বপন।
জুঁই,বরিশালের কালেক্টর স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ছাড়াও, আবৃত্তি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে, তার আকর্ষণীয় উপস্থাপনা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। আগামী ২১ ডিসেম্বর, তার জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
এদিকে জুই কে সহযোগিতার আবেদন জানিয়েছে, বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক সংগঠক সৈয়দ দুলাল জানান, অত্যন্ত মেধাবী, প্রাণবন্ত এই মেয়েটির চিকিৎসা ব্যয়, সাংবাদিক পরিবারটির মেটানো সম্ভব হচ্ছে না। আমাদের সবাইকে, ওর সাহায্যে এগিয়ে আসা ব্যতীত তাকে রোগ মুক্ত করা সম্ভব হবে না -তাই আহবান জানাই -জুই কে বাঁচাতে এগিয়ে আসুন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন “এই প্রাণবন্ত কন্যাটিকে বাঁচাতে বরিশালের সচেতন মহল এগিয়ে আসলে, এই মেয়েটি আবার ঘুরে দাঁড়াতে পারবে -তাই সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে।
বরিশালের প্রবীণ সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল জানান
‘কিশোরী এই কন্যাটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে -যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি ‘
আর্থিক সহযোগিতার জন্যে ব্যাংক একাউন্ট :
কে এম মনিরুল আলম
অ্যাকাউন্ট নাম্বার :046031001935
যমুনা ব্যাংক, বরিশাল ব্রাঞ্চ
বিকাশ নম্বর :01712794903






