নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চ বরিশাল মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ উল্লাহ ইব্রাহিমের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে খায়রুল আলম সেলিমকে আহ্বায়ক এবং তারিক মো. মাসুদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ হক শওকত, সাইফুল ইসলাম সাগর, সবুজ হাওলাদার, রফিকুল ইসলাম শাহীন, সৈয়দ ইমাম হোসেন রাজু, আনিসুর রহমান আনিস (সিটি), মো. রাশিদ খান, রবিন আহমেদ, লোকমান হোসেন, নাঈম মোল্লা, ইসমাইল হোসেন, মো. আল মামুন চৌধুরী, মো. গোলাম আওয়াল, মো. সিয়াম, সোহেল মাতুব্বর, আনিসুর রহমান ও গাজী মিজানসহ মোট ২১ জন।
কমিটিতে সদস্য সচিব হিসেবে মো. মেহেদী হাসান ফারুককে মনোনীত করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে মাহবুবুল আলম মিঠু, মাসুদ হোসেন ও মো. মামুনুর রশিদকে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে বরিশাল মহানগরের সব ওয়ার্ড কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে বরিশাল মহানগরে জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






