TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
বরিশালে রাতের আঁধারে খাবার হোটেল দখল করে বিএনপির নির্বাচনি অফিস বানানোর অভিযোগ উঠেছে ‘জামায়াত কর্মীর’ বোনের বিরুদ্ধে। বিষয়টি নজরে এলে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যানার, সাইনবোর্ড সরিয়ে দোকানটি দখলমুক্ত করেন।
শনিবার রাত ১২টার পর বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি পোল এলাকায় ‘ভাই ভাই খাবার হোটেল’ দখলের ঘটনা ঘটে। পরে রবিবার সকালে দোকানটি দখলমুক্ত হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নির্বাচনে বিএনপি প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এমনকি বিএনপি নেতাদের এমন অভিযোগ অকপটেই স্বীকার করেছেন ‘জামায়াত কর্মীর’ বোন নিলুফা।

ভুক্তভোগী দোকানের ভাড়াটিয়া নাসির হাওলাদার জানান, শনিবার রাত ১২টার দিকে তিনি হোটেল বন্ধ করে বাসায় যান। রবিবার সকালে এসে দেখতে পান হোটেলে সাটারের তালা ভাঙা এবং ভেতরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ারের ছবি সংবলিত একাধিক ব্যানার ও সাইনবোর্ড দিয়ে হোটেলটি দখল করা হয়েছে।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে হৈইচই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতারা। এসময় স্থানীয়দের সামনেই ‘জামায়াত কর্মী’ সুলতান মাহমুদের বোন নিলুফা দোকানের ভাড়াটিয়া নাসির হাওলাদারের কাছে স্বীকার করেন- স্বপ্রণোদিত হয়ে তিনি এই কাজ করেছেন।

বরিশাল মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব তারেক হাফিজ জানান, নির্বাচনকে ঘিরে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এটি সেই ষড়যন্ত্রের একটি অংশ। আমরা চাই, যারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত প্রশাসন তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।

ঘটনাস্থল পরিদর্শন করা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন জানান, আসন্ন নির্বাচনে সদর আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে বিতর্কিত ও ক্ষতিগ্রস্ত করতেই জামায়াত পরিকল্পিতভাবে এই কাজটি করিয়েছে।

মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই। তাছাড়া সুলতান মাহমুদ নামে কোনো জামায়াত কর্মী আছে কিনা তাও আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে তো অবশ্যই জানতাম।

সূত্র : দেশকাল নিউজ

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *