নিজস্ব প্রতিবেদক :
জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে এবং বিদেশে ইলিশ রপ্তানি করা যাবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, নদীতে এখন জাটকা আছে। এগুলো ধরা বন্ধ হলে ইলিশে পরিনত হবে। ইলিশের উৎপাদন বাড়লে বিদেশে রপ্তানি করা যাবে। জাটকা বড় হতে দিতে হবে, এর বিকল্প নেই। জাটকা ধরা বন্ধ করতে অবৈধ জাল উৎপাদন বন্ধ করতে হবে। এর জন্য আমরা ফ্যক্টরিতে পর্যন্ত অভিযান পরিচালনা করবো। জেলেদের খাদ্য সহায়তাও বাড়ানো হবে।
” জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে” স্লোগানকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর বেলস্ পার্ক মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, জেলারা দাদনের জালে আটকে আছে। দাদনের কারনে যে কাজগুলো জেলেদের করতে হয় সেই কাজগুলো মহোজনের কাছে আটকে আছে। জেলেরা সহজ সর্তে ঋণ চাচ্ছে। আমরা চেষ্টা করছি মৎস্য প্রাণীসম্পদ উন্নয়ন ব্যাংক করতে। আশা করি এই ব্যাংক হলে জেলেরা সহজ সর্তে ঋণ পাবে। এবিষয়ে অতি দ্রুত সুখবর দিতে পারবেন বলেও জানান উপদেষ্টা।
তিনি বলেন, আমরা যে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছি তা শাস্তি ঘোষনার জন্য না, সচেতনতা বারানোর জন্য। তাই তিনি সকলকে এই সপ্তাহে নদীতে জাল ফেলে মাছ ধরা থেকে বিরত থাকার আহবান জানান।
পরে, বরিশালের কীর্তনখোলা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ রেলিতে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার । ঢাক ঢোল বাজিয়ে নদীতে ব্যতিক্রমী এই আয়োজন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার জেলেরা অংশ নেন।
জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ তোফাজ্জেল হোসেন, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার সহ পুলিশ,কোস্ট গার্ড, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন