নিজস্ব প্রতিবেদক :
দলের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেয়া ছাত্রদল নেতা তরিকুল ইসলামের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিকে দেয়া অব্যাহতি প্রত্যাহার করেছে কেন্দ্র। ছাত্র নেতা তরিকুল গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলনের সময় মহানগরের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন। গত ২১ মার্চ তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
যা গত শুক্রবার (২৮ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রত্যাহার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম তারিকের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আর কোনো বিধিনিষেধ রইল না। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
অব্যাহতি প্রত্যাহার করায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তরিকুল ইসলাম তারিক জানান, ‘আমার, আমাদের অভিভাবক ও বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের একজন কর্মী হয়ে অতীতের মতো রাজপথেই আছি ও থাকব। গণতন্ত্রের মা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করব। দেশ মুক্তির আন্দোলনে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে বরিশাল মহানগর ছাত্রদল অতীতের মতোই রাজপথে থাকবে ইনশাআল্লাহ।