TT Ads

নিজস্ব প্রতিবেদক :
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন,গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এই যাত্রায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। স্বাধীন সাংবাদিকতা টিকে থাকলেই জনগণের সত্য জানার অধিকার রক্ষা পাবে।

বৃহস্পতিবার ( ৩ এপ্রিল) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল জেলা ও মহানগরের সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে গণতন্ত্র কেবল নামমাত্র থাকবে না, বরং তা কার্যকরভাবে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করবে। আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে আমরা সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই, কারণ গণমাধ্যমই সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর।

তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আপনারাই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। আপনাদের নির্ভীক লেখনীই পারে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে। এবি পার্টি সবসময় সত্যের পক্ষে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।

বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার আহ্বায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরী, সদস্যসচিব জিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সুজন তালুকদার, এস এস অনিক, ছায়া সরকার বিষয়ক সম্পাদক ডা. তানভীর, যুগ্ম সদস্যসচিব মো. মেহেদী হাসান ও মো. রায়হান। এছাড়াও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান এবং এবি পার্টির উপজেলা শাখার নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, ন্যায়বিচার ও রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। এবি পার্টির নেতারা দেশের অগ্রযাত্রায় গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং একসাথে কাজ করার আহ্বান জানান।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *