TT Ads

 

কলাপাড়া প্রতিনিধি
জোয়ারের স্রােতে কুয়াকাটার সৈকতে ভেসে এলো তিনটি জীবিত মহিষ। স্থানীয় এক কৃষক মহিষ তিনটিকে উদ্ধার করেন। সমুদ্রে ভাসতে ভাসতে অনেকটা ক্লান্ত হয়ে পয়েছে। সেবা যত্ন নেয়ার পর কিছুটা সুস্থ হয়েছে।

শনিবার রাত ৩ টার দিকে কুয়াকাটা হুইচানপাড়া এলাকা মহিষ গুলো দেখতে পায় ওই কৃষক। স্থানীয়দের ধারনা পূর্ণিমার জো’য়ের প্রভাবে সাগারের উত্তাল ঢেউয়ের তোরে পার্শ্ববর্তী সোনারচর, চড় তুফানিয়া বা ফাতরার বন থেকে সাগরের ঢেউয়ে মহিষ তিনটি কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে।

তবে প্রকৃত পেলে মহিষ তিটিকে ফেরত দিবেন বলে আশ্বাস করেছেন কৃষক বাবুল আকন। তিনি বলেন, মহিষের শিংয়ে রঙ মাখা রয়েছে।এছাড়া চোখ দিয়ে পানি পরছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি জেনেছি এবং আমার দুইজন পুলিশ সদস্য পাঠিয়ে বর্নানা রেকর্ড রেখেছি। বর্তমানে বাবুল আকন মহিষটি লালন পালন করার দ্বায়িত্ব দিয়েছি। প্রকৃত মালিক পেলে মহিষ তিনটি হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *