TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অপরাধে কুয়াকাটা বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ সুজন আকন (২৫)। তিনি বরগুনা জেলার ইটবাড়িয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ বলেন,মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করতে প্রশাসন বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন,আইনের প্রতি শ্রদ্ধা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *