TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
দেশের একমাত্র সূর্য উদয় সূর্য অস্তের দর্শনীয় সমুদ্রসৈকত কুয়াকাটার পর্যটন খাতে যুক্ত হলো আরেকটি আধুনিক সুবিধাসম্পন্ন আবাসিক হোটেল‘হোটেল রয়েল গ্যালাক্সি’। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাখাইন মার্কেট রোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় হোটেলটির। উদ্বোধনের পর থেকেই এটি পর্যটন ব্যবসায়ী এবং ভ্রমণপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, কুয়াকাটায় পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে, তবে মানসম্মত আবাসনের সংখ্যা তুলনামূলক কম। নতুন হোটেলের উদ্বোধন পর্যটকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

হোটেল রয়েল গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম শিকদার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পর্যটকদের নিরাপদ, আরামদায়ক ও আধুনিক সুবিধাসম্পন্ন আবাসন প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনগন্তব্য হিসেবে গড়ে তুলতে আমরা সেবার মান বজায় রেখে নিরলস কাজ করে যাবো।

তিনি আরও বলেন,পরিবার, দম্পতি, গ্রুপ ট্যুর এবং অফিসিয়াল ট্যুরসব ধরনের অতিথির কথা বিবেচনা করেই আমরা রুম ক্যাটাগরি ও সেবার ব্যবস্থা করেছি। অতিথিদের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন,কুয়াকাটায় পর্যটক বাড়ছে, কিন্তু মানসম্পন্ন হোটেলের ঘাটতি ছিল। রয়েল গ্যালাক্সির মতো আধুনিক হোটেল চালু হওয়ায় পর্যটন খাত আরও শক্তিশালী হবে।

হোটেল ডিরেক্টর আনোয়ার হোসেন জানান, অতিথিদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, আরাম ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। ট্যুর গাইড, ট্রান্সপোর্ট সাপোর্টসহ অতিথিদের জন্য থাকছে বাড়তি নানা সুবিধা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *