TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে চার যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বেঙ্গল গেস্ট হাউজের পেছনে তালুকদার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ নাসির বিশ্বাস (২০) মো. শাহীন খান (২০)মো. রাকিবুল ইসলাম (২০) মো. রফিকুল ইসলাম (২১)।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন,মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বিপজ্জনক। কুয়াকাটাকে মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়ম ভেঙে কেউই পার পাবে না। মাদক সংক্রান্ত যেকোনো অভিযোগেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এসময় অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের চৌকস টিম।

স্থানীয়দের মতে, প্রশাসনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান কুয়াকাটায় অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, পর্যটন এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এমন কঠোর নজরদারি অব্যাহত থাকলে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে এবং কুয়াকাটার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *