আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে ধরা পড়া বড় আকৃতির একটি ইলিশ মাছ ৫ হাজার ৪৫৬ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেল শেষ দিকে কুয়াকাটার ঝাউবন এলাকার জেলে মাসুদ মাঝির জালে ধরা পড়ে এক কেজি ৫০০ গ্রাম ওজনের এই ইলিশ।
জেলে মাসুদ মাঝি জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ করেই বড় আকারের ইলিশটি জালে উঠে আসে। পরে মাছটি স্থানীয় হিসেবে মোনপ্রতি ১ লাখ ৫২ হাজার টাকা দরে, অর্থাৎ কেজিপ্রতি ৩ হাজার ৮০০ টাকা হিসেবে মোট ৫ হাজার ৪৫৬ টাকায় বিক্রি করা হয়।
ইলিশটি কুয়াকাটা পৌর বাজারে ঘরামী ফিস নিয়ে আসলে নিলামের মাধ্যমে ‘মাছের বাড়ি’ নামের মৎস্য ব্যবসায়ী মো. হাসান মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. হাসান বলেন,বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা থেকে ধরা পড়া এ ধরনের বড় সাইজের ইলিশ এখন খুবই কম পাওয়া যায়। একটু লাভের আশায় মাছটি কিনেছি। সামান্য লাভ পেলেই বিক্রি করে দেব।
জেলে মাসুদ মাঝি বলেন,সাগরে এখন বড় ইলিশের সংখ্যা অনেক কম। তবে আল্লাহর রহমতে আমি যে মাছটি পেয়েছি, সেটি আকারে অনেক বড় ছিল। এ কারণেই ভালো দামে বিক্রি করতে পেরেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। পুলিশের পরিমাণ দিন দিন বাড়ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বাড়বে।
স্থানীয় জেলেরা জানান, শীত মৌসুমে মাঝেমধ্যে বড় ইলিশ ধরা পড়লেও এ ধরনের ওজনের মাছ এখন বিরল, যা বাজারে বাড়তি আগ্রহ তৈরি করে।






