TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা:

প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে পরিস্কা পরিচ্ছন্নতা অভিযান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ,কলাপাড়া ও তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) যৌথভাবে দিবসটি পালন করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে এ পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা করা হয়। এতে অংশ নেন প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবকসহ উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, বীচ ব্যবস্থাপনা কমিটি, পর্যটন ও পরিবেশকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপির স্বাস্থ্য কর্মকর্তা পঙ্কজ বিশ্বাস ও প্রোগ্রাম অফিসার দিনা রিসিলা।

সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বার্টিন গমেজ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।

 

বিশেষ অতিথি কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মতিয়ার রহমান।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কুয়াকাটা সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কার্যক্রমের অংশ হিসেবে ফিশ ফ্রাই মার্কেট সংলগ্ন এলাকায় একটি স্থায়ী ডাস্টবিন এবং ৫টি অপসারণযোগ্য অস্থায়ী ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে ডাস্টবিনগুলো কুয়াকাটা পৌরসভা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

 

এ ছাড়া তরুণ-তরুণীদের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন স্থান থেকে দান সংগ্রহ করে একজন অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আলোচনা সভা, জারিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল জারিগান, নৃত্য এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন,কুয়াকাটার পর্যটন সম্ভাবনা রক্ষা করতে হলে সৈকতকে পরিচ্ছন্ন রাখতে হবে। প্রশাসন, স্বেচ্ছাসেবক, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় জনগণ একসাথে কাজ করলে টেকসই পরিবর্তন সম্ভব। আজকের তরুণদের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।

 

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মতিয়ার রহমান বলেন,সৈকতের পরিচ্ছন্নতা রক্ষায় ডাস্টবিন স্থাপন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এগুলো রক্ষণাবেক্ষণে সবাইকে সচেতন হতে হবে। জনসচেতনতা তৈরি হলে পরিবেশ রক্ষা আরও সহজ হবে।

গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি প্রধান বার্টিন গমেজ বলেন,স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণই শিশু অধিকার সুরক্ষা ও সমাজ উন্নয়নের মূল শক্তি। আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরেই টেকসই উন্নয়ন সম্ভব।

 

গুড নেইবারস বাংলাদেশের কার্যক্রম

১৯৯৬ সাল থেকে সংস্থাটি শিশু অধিকার সুরক্ষা, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যুব উন্নয়ন নিয়ে কর্মসূচি পরিচালনা করছে। বর্তমানে তারা দেশের ১৩টি জেলায় ১৭টি প্রকল্পের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *