TT Ads
Spread the love

খবর বিনোদন ডেস্ক :
এতদিন বিয়ে নিয়ে কোনো কথার উত্তর না দিলেও এবার এক নেটিজেনের প্রশ্নের উত্তরে সরাসরি বিয়ে নিয়ে কথা বললেন শ্রদ্ধা।

২০২৪ সালের শুরুতে মুম্বাইতে একটি ডিনার ডেটে শ্রদ্ধা কাপুর এবং রাহুল মোদীকে একসঙ্গে দেখার পর তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে দুজনেই আনুষ্ঠানিকভাবে এই সম্পর্ক নিয়ে কিছু জানাননি।

এরমধ্যে তাদের আরও কয়েকবার একসঙ্গে খাবার খেতে দেখা যায় কখনও একসঙ্গে বসে থাকতে দেখা যায় বিমানে।

এদিকে তাদের বিয়ের গুঞ্জন শোনা যায় সর্বত্র। কবে তারা বিয়ে করবেন বা বিয়ের পিঁড়িতে বসবেন এমন প্রশ্ন অনুরাগীদের মনে।

এতদিন বিয়ে নিয়ে কোনো কথার উত্তর না দিলেও এবার এক নেটিজেনের প্রশ্নের উত্তরে সরাসরি বিয়ে নিয়ে কথা বললেন শ্রদ্ধা। মঙ্গলবার অভিনেত্রী নিজের গয়নার ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। ভিডিওতে আগামী ভ্যালেন্টাইন্স ডের বিভিন্ন রকম গয়নার ডিজাইন দেখিয়েছিলেন তিনি।

তবে গয়নার থেকেও শ্রদ্ধার বিয়ে নিয়ে মানুষের বেশি উৎসাহ ছিল। প্রতিবারের মতো এবারেও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শ্রদ্ধাকে জিজ্ঞাসা করেন, আপনি বিয়ে কবে করবেন? নেটিজেনের প্রশ্নের উত্তরে সরাসরি জবাব দিয়ে শ্রদ্ধা লেখেন, করব, অবশ্যই করব।

শ্রদ্ধার এই তাৎক্ষণিক উত্তর সবার মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। শ্রদ্ধার কথার উত্তরে একজন লিখেছেন, “কবে করবেন?” কেউ আবার লিখেছেন, “কাকে করবেন?” সবাই শ্রদ্ধার বিয়ের ডেট জানার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছেন কমেন্ট বক্সে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শক্তি কাপুরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় শ্রদ্ধাকে। হাসপাতালের বাইরে ছবি শিকারিদের দেখে ভীষণভাবে বিরক্ত হন শ্রদ্ধা। হাত নাড়িয়ে সবাইকে থামতে বলেন তিনি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *