মোঃ মিজানুর রহমান :
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে বানারীপাড়া উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে বানারীপাড়া ডিগ্রি কলেজ।
১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাঠদান করে আসছে কলেজটি।
কলেজটির বর্তমান অধ্যক্ষ মোসাঃ আফরোজা বেগমের সঠিক তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে কলেজটি। তিনি দায়িত্ব নেবার পর থেকে কলেজটি উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ তহবিল গঠন করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। দুর্বল শিক্ষার্থীদের গাইড শিক্ষকের তত্ত্বাবধানে এনে তদারকি করাচ্ছেন। যার জন্য কলেজটি সাফল্য ধরে রেখে দিন দিন আরো উন্নতি করছে।
কলেজটির এবারের পাসের হার ৮০.৩৭% যা বানারীপাড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ। জিপিএ-৫ পেয়েছে ৩জন, জিপিএ-৪ পেয়েছে ২১জনসহ মোট ১৩১জন শিক্ষার্থী পাস করেছে। এই ফলাফলের জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অভিভাবকরা।