মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর:
বরিশালের উজিরপুর উপজেলায় ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৯ টার দিকে উজিরপুর মেজর এম এ জলিল নূরানি ও হাফেজি মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল ও মেজর এম এ জলিল এর জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ডাঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে ও মোঃ আলী হোসেন সিকদার রুপকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর সুযোগ্য জেষ্ঠ্য কন্যা ব্যারিস্টার সারাহ জলিল।
উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার (মান্নান মাষ্টার), উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,পৌর বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন,মোঃ হেমায়েত উদ্দিন খলিফা,সাবেক কাউন্সিলর আঃ হাকিম সিকদার,অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মো: আয়নাল হক, মোঃ হাবিবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহির উদ্দিন জহির,বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা মোঃ মামুন সিকদার,উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ সোহাগ হাওলাদার, মোঃ খলিলুর রহমান, মেজর এম এ জলিল মাদ্রাসার শিক্ষক আঃ হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি ব্যারিস্টার সারাহ জলিল তার পিতার স্মৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা কালীন সময়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন।