TT Ads
Spread the love

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালের উজিরপুরে আলোচনা সভা, র‍্যালি ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা মহিলা সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর আলী, উজিরপুর মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ নুর হোসেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।

আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পরে অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *