মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর
বরিশালের উজিরপুর উপজেলায় ২৫মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা ও ২০২৪ সালে জুলাই – আগস্ট ছাত্র – জনতার অভ্যুত্থানে নিহত- আহতদের মাঝে আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠিত হয়েছে।
২৫মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মাঈনুল ইসলাম খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব, আন্দোলনে আহত আবুল কালাম আজাদ।
আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ২ জন শহিদ ও ১৪ জন আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই-আগস্টের অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বজনরা, সাংবাদিকবৃন্দ,