শাহিন সুমন :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে। এর আগে গত ২৬ জানুয়ারি তার বরিশাল আগমনের তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে সময়সূচিতে পরিবর্তন আনা হয়।
দীর্ঘ প্রায় ২১ বছর পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কাছে পেতে যাচ্ছে বরিশালবাসী। এ উপলক্ষে বরিশাল বিভাগজুড়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে শুরু করেছে জোর প্রস্তুতি।
বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার উপস্থিতিকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারির কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০০৫ সালের শুরুর দিকে দেশের বিভিন্ন বিভাগে তৃণমূল সম্মেলন শুরু করেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গ্রাম-গঞ্জের সাধারণ নেতাকর্মীদের সরাসরি যোগাযোগ স্থাপন এবং স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করাই ছিল ওই সফরের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় তিনি ২০০৫ সালের ১৪ মার্চ বরিশাল বিভাগে তৃণমূল সম্মেলনে অংশ নিয়ে সরাসরি নেতাকর্মীদের মতামত গ্রহণ করেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার বলেন, “দীর্ঘ ২১ বছর পর তারেক রহমান বরিশাল সফরে আসছেন। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দলের প্রধান হিসেবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, এই সফরকে সফল করতে প্রস্তুতি সভা, কর্মীসভাসহ ধারাবাহিক বৈঠকে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতৃবৃন্দ। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ইতোমধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এখনো কিছুদিন সময় থাকলেও নির্বাচনী আচরণবিধি মেনে লক্ষাধিক মানুষের সমাগম নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সভাস্থলের ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তারেক রহমানের এই সফরকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। দলীয় নেতারা আশা করছেন, তার এই সফর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে, বরিশাল বিভাগে বিএনপির মনোনীত প্রার্থীরাও সমাবেশকে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রস্তুতি জোরদার করেছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে।






