TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক

হত্যা মামলায় জড়িয়ে দলীয় পদ স্থগিত হওয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হোসেনকে স্বপদে বহাল করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।

সোমবার কেন্দ্রীয় যুবদলের উপ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ২২ আগস্ট ওবায়দুল হোসেনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় সদস্য সচিবের দায়িত্বে বহাল করা হলো। এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

দীর্ঘ ১৫ মাস পর পদ ফিরে পাওয়ায় মঙ্গলবার বিকালে এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন তার অনুসারীরা। এসময় ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা।

গত বছরের ১২ আগস্ট বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর গ্রামে মাদক ব্যবসার ভাগের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সুলতান হাওলাদার (৬৫) নিহত হন। এ ঘটনায় নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ ওঠে—ওই ঘটনার নেতৃত্বে ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হোসেন। মামলাটি এখনও আদালতে বিচারাধীন।

তবে স্বপদে বহাল হওয়ার পর ওবায়দুল হোসেন দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে হত্যা মামলায় জড়ানো হয়েছিল। কেন্দ্রীয় যুবদলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছেন এবং তার বিরুদ্ধে কোনো সম্পৃক্ততার প্রমাণ পাননি। সেই কারণেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *