TT Ads

শাহিন সুমন :

শুধুমাত্র আইনপ্রয়োগকারী সংস্থার প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য পরিবার, সমাজ এবং চিকিৎসা ব্যবস্থা একসঙ্গে কাজ করতে হবে। বরিশালে মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে মাদকাসক্তির ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় নগরীর পুলিশ লাইন্স রোড একটি রেস্টুরেন্টে দি নিউ লাইফ মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র এবং জাগো নারীর’র আয়োজনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা ।

সভায়  শিক্ষক, আইনজীবী, সমাজকর্মী, সাংবাদিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  অংশগ্রহণকরেন।

বৈঠকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড বলেন, মাদক নিরাময়ের ক্ষেত্রে সবার আগে নিজ পরিবারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পিতা মাতার সন্তানকে সময় দিতে হবে। মাদকাশক্তদের সঠিক পথে ফিরিয়ে আনতে দক্ষিণ অঞ্চলে  মাদক নিরাময়ে নিউ লাইফের  পদক্ষেপ প্রশংসনীয় বলে জানান তিনি । এ সময় তিনি আরো বলেন  শুধু প্রশাসন করাকরি করে এটা নির্মূল করা সম্ভব না। পাশাপাশি সন্তানকে খেলা ধুলাতে উৎসাহিত করার পরামর্শ দেন।

দি নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও দীপ্ত টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রতিনিধি মর্তুজা জুয়েলের সঞ্চালনায় বৈঠকে মতবিনিময় করেন  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হাসান, এড. সুফিয়া আক্তার, এড. বেল্লাল হোসেন, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নুরুল আলম ফরিদ, এম আমজাদ হোসাইন, গোপাল সরকার, মুরাদ আহমেদ, আক্তার ফারুক শাহীন, কাজী মামুন, কাজী মিরাজ, ফেরদৌস সোহাগ, সাইফুর রহমান মিরন, মোহাম্মদ জাকির হোসেন, সুশান্ত ঘোষ, খালিদ সাইফুল্লাহ, জসীমউদ্দীন, কাওসার হোসেন, অপূর্ব অপূ, সৈয়দ দুলাল, রহিমা সুলতানা কাজল।

এসময় উপস্থিত ছিলেন, বিপ্লব রায়, গিয়াস উদ্দিন সুমন, মাহমুদ চৌধুরী, জিয়া শাহিন, নিকুঞ্জ বালা পলাশ, কাউসার হোসেন রানা, নজরুল বিশ্বাস, সাইদ মেমন, শাহিন হাসান, শাহিন হাফিজ, সুমন চৌধুরী, সুখেন্দু এদবর, এম মোফাজ্জল, খান রুবেল, শাহিন সুমন, সালেহ টিটু, শাওন খান, মুশফিক সৌরভ, মিথুন সাহা, খান রুবেল, পারভেজ রাসেল, এম সালাউদ্দিন, এফএম নাজমুল, সাঈদ পান্থ, সৈয়দ মেহেদী হাসান, শাকিল  মাহমুদ, জিয়া বাবু, খন্দকার রাকিব, হাসিবুল ইসলাম , অনিকেত মাসুদ, খোকন আহমেদ হীরা, মুজিব ফয়সাল, খান মনিরুজ্জামান, এস এম মিনার, মেহেদী শুভ সহ অন্যান্যরা। গোল টেবিল বৈঠকে বিভিন্ন  প্রতিষ্ঠানের কর্মকর্তা,দিনতো ইলিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

দি নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল বলেন, বর্তমানে দেশজুড়ে মাদকাসক্তির অবৈধ বিস্তার নিয়ে গণমাধ্যম ব্যাপক সোচ্চার ভূমিকা পালন করে আসছে। বর্তমানে মাদক এর প্রকোপ দেশের অন্যতম সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হলেও মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সাম্প্রতিক সময়ে পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, খুন, ধর্ষণসহ গুরত্বর অপরাধ গুলো মাদকাসক্তির কারণে সংগঠিত হচ্ছে।

বিগত ০৬ বছরে সরকার অনুমোদিত দি নিউ লাইফ কেন্দ্রের মাধ্যমে প্রায় ১৩০০ জন পুরুষ এবং ১৫০ জন নারী মাদকাসক্ত ও মানসিক অসুস্থ্য ব্যক্তিকে সুস্থ্য করে তুলেছেন। বর্তমানে কেন্দ্রটিতে নারী ও পুরুষ মিলে ১৫০ জন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় সুস্থতার পথে রয়েছে।#

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *