নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীতে শহীদ মিনার সংলগ্ন মোহামেডান স্পোটিং ক্লাবের জমিতে ‘জালিয়াত চক্রের’ ঘর উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
রোববার বিকালে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন মোহামেডান ক্লাবের সদস্য, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাব রক্ষা কমিটির আহ্বায়ক এবায়েদুলক হক চাঁন। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দেওয়ান আব্দুর রশিদ নিলু, আসাদুজ্জামান খসরু।
বরিশালে মোহামেডান স্পোটিং ক্লাবের জমিতে ঘর তোলার প্রতিবাদ
বক্তারা বলেন, একটি মহল ধর্মকে ব্যবহার করে জায়গাটি দখলের চেষ্টা করছে। বরিশাল নগরীর একটি ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব। পুরনো ক্লাব বরিশাল ক্রীড়া অঙ্গনে ভূমিকা রেখেছে। একটি মহল ধর্মকে ব্যবহার করে জায়গাটি দখলের চেষ্টা করছে।



