নিজস্ব প্রতিবেদক :
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫টি অসহায় পরিবারের জন্য নতুন ঘর ও ছাগল উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং বরিশাল–৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা–কাজীরহাট) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৪টি পরিবার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করে আসছিল। বিষয়টি জানার পর তাদের বসবাসের উপযোগী ঘর নির্মাণে স্বেচ্ছাসেবী সংগঠন ইকরা ফাউন্ডেশনকে উদ্যোগ নিতে অনুরোধ জানান মাওলানা জব্বার। পরে সংস্থাটি নতুন ঘর নির্মাণ করে দেয়। শনিবার (৬ ডিসেম্বর) দোয়া ও মোনাজাতের মাধ্যমে এসব ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও হস্তান্তর করেন তিনি।
এছাড়া আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ১১টি অসহায় পরিবারের হাতে ইকরা ফাউন্ডেশনের মাধ্যমে ২২টি ছাগল তুলে দেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে মাওলানা আবদুল জব্বার বলেন, “মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের এসব উদ্যোগ। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় অসহায় পরিবারকে ঘর এবং দরিদ্র ভাই–বোনদের ছাগল উপহার দিতে পেরে আমরা আনন্দিত। যাদের ঘর দিয়েছি, তাদের মধ্যে একটি হিন্দু পরিবারও রয়েছে—মানবসেবা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”
অনুষ্ঠানে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আগামী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, ঢাকাস্থ উলানিয়া আদর্শ সমাজ পরিষদের সভাপতি ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক তালুকদার, উত্তর উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আমজাদ হোসেন, ইউনিয়ন আমীরগণসহ ইকরা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপহার বিতরণ শেষে উপকারভোগী পরিবারগুলো মাওলানা আবদুল জব্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






