TT Ads

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সিটির মেয়র ঘোষনার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের করা মামলার আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত।

গত ১৭ এপ্রিল বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে বিজয়ী ঘোষণা করার জন্য বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যনালে মামলার আবেদন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

২০২৩ সালের জুনের সর্বশেষ সিটি নির্বাচনে তিনি দলটির প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হয়েছিলেন।

আজ সোমবার (৫মে) নির্ধারিত দিনে শুনানী শেষে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এই আদেশ দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মোহাম্মদ হানিফ মিয়া জানান, ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামালাটি গ্রহণের পর্যায়ে না থাকাসহ বিভিন্ন কারন দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেছেন। তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা।

এরআগে গত ২৪ এপ্রিল এই আবেদনের শুনানির তারিখ ৫ মে নির্ধারণ করেন বিচারক।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *