নিজস্ব প্রতিবেদক:
‘বাকসু’ নামের বৈধ মালিকানা একমাত্র বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এ দাবি তুলে নাম রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কলেজটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিএম কলেজ ক্যাম্পাসের ‘বাকসু’ ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী সাইফুল বাসার। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় তাদের ছাত্র সংসদের জন্য ‘বাকসু’ নাম অনুমোদনের সিদ্ধান্তকে “অনৈতিক, ঐতিহাসিক সত্য বিকৃতি এবং অন্য প্রতিষ্ঠানের পরিচয় জবরদখল” বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, একই অঞ্চলের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান একই নাম ব্যবহার করলে একাডেমিক বিভ্রান্তি, প্রশাসনিক জটিলতা, গণমাধ্যমে ভুল ব্যাখ্যা এবং ইতিহাস বিকৃত হওয়ার আশঙ্কা তৈরি হবে।
এসময় তারা তিন দফা দাবি উপস্থাপন করেন—
১. বরিশাল বিশ্ববিদ্যালয় অবিলম্বে ‘বাকসু’ নাম অনুমোদনের সিদ্ধান্ত বাতিল করবে।
২. বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জন্য নতুন ও স্বতন্ত্র নাম ঘোষণা করবে।
৩. বিএম কলেজ ছাত্র সংসদের নাম নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না—সে বিষয়ে বিশ্ববিদ্যালয় লিখিতভাবে নিশ্চিত করবে।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, ‘বাকসু’ নাম রক্ষায় প্রয়োজনে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।






