নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল মহানগর বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছে কেন্দ্র। সিনিয়ল যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিক্ষপ্তিতে এই কমিটি ঘোষনা করা হয়। মোঃ মনিরুজ্জামান খান ফারুক কে আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে জিয়া উদ্দিন সিকদার কে এবং এক নং যুগ্ম আহবায়ক করা হয়েছে সাবেক ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিকে।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নতুন আহবায়ক কমিটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও আহবায়ক মনিরুজ্জামান ফারুক।
এর পরপরই সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা আনন্দ র্যালি করে নবগঠিত মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি নগরীর প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
এর পূর্বে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব জিয়া উদ্দিন সিদার ও মনিরুজ্জামান খান ফারুককে নেতা কর্মীরা শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যলয়ে নিয়ে আসেন।
সেখানে আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনকে দলীয় অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের অসুস্থার কারনে সেই ফুলের শুভেচ্ছা গ্রহন করেননি।
এছাড়া আনন্দ ও শুভেচ্ছা র্যালি করার জন্য দুপুরের পর থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি,শ্রমিকদল,মহিলাদল,যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সহযাগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্লাকার্ড বহন করে মিছিল সহকারে দলীয় কার্যলয় আসে।