নিজস্ব প্রতিবেদক :
জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামে বরিশাল বিমানবন্দরের নামকরণের দাবি জানিয়েছেন ছাত্র-জনতা।
হাদি হত্যার বিচার দাবিতে রবিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে সরকারের কাছে এই দাবি তুলে ধরেন তারা।
সকাল সাড়ে ১০টার দিকে ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যাণ্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন ছাত্র-জনতা।
কর্মসূচির নেতৃত্ব দেন ধর্ষণকাণ্ডে বহিষ্কৃত জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকন।
কর্মসূচি ঘিরে সকাল থেকেই বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রহমতপুরে জড়ো হন ছাত্র-জনতা। পরে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বক্তারা বলেন, হাদি হত্যার মাস্টারমাইন্ডরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি সবুজ আকন ছাত্র-জনতার পক্ষে দাবি তুলে ধরেন।
ওসমান হাদি যেহেতু বরিশালের সন্তান, তাই বরিশাল বিমানবন্দর শহীদ ওসমান হাদির নামে নামকরণের দাবি জানান তিনি।
টানা দুই ঘণ্টা অবরোধের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দুই প্রান্তে অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।






