নিজস্ব প্রতিবেদক :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) থেকে শুরু হচ্ছে বরিশাল বিভাগীয় বইমেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান।
আজ সোমবার রাত ৮টায় নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব। প্রেস কনফারেন্সে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, নগরীর বেলস্ পার্কে এ বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থার অংশগ্রহণে শতাধিক স্টল থাকবে।
বইমেলাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে বরিশাল বিভাগের কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি প্রতিদিন বিকেলে কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বইমেলাটি চলবে আগামী ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।






