নিজস্ব প্রতিবেদক :
বরিশাল মহানগর শ্রমিক দলের উদ্যোগে ওজোপাডিকোতে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্মারকলিপি প্রদানকালে বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান বলেন, গত ১৭ বছর ধরে ওজোপাডিকোতে স্থায়ী কারিগরি জনবল নিয়োগ করা হয়নি। এর ফলে ২১ জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বহুলাংশে বহিরাগত নির্ভর হয়ে পড়েছে। তিনি আরও বলেন, কৃত্রিমভাবে জনবল সংকট সৃষ্টি করে আউটসোর্সিং প্রক্রিয়া চালু করা হয়েছে, যা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর পরিপন্থি।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম ফারুক বলেন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ওয়েস্ট জোনকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যে আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।



