TT Ads

নিজস্ব প্রতিবেদক :
দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিও অব্যাহত রয়েছে।

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সোমবার (০৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, ক্লাস, একাডেমিক সব কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত এ কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা পিছিয়ে পড়লেও দাবি পূরণ হলে তারা তা পুষিয়ে নেবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বরিশাল বিশ্বিবিদ্যালয় শিক্ষক সমিতির সভাপ‌তি ড. আবদুল বাতেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *