TT Ads

নিজস্ব প্রতিবেদক :
নিজেদের মধ্যে মারামারি করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলন পন্ড করেছে ছাত্রলীগ।

আজ বিকাল ৫ টায় আন্দোলন চলাকালে দপদপিয়া সেতুর দক্ষিণ ঢালে মোটরসাইকেল ধাক্কা দেয়ার অভিযোগ এনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়।

এসময় পুলিশ ও ছাত্রলীগের অন্যান্য কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ করে রাখা যানবাহন ছেড়ে দেয়। এসময় ভিডিও করতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য ও বরিশাল পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু উবায়দাকে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তার ভিডিও ফুটেজ ডিলিট করে ফোন ফিরিয়ে দেয়।

তবে এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বাস চলাচল চালুর প্রতিবাদ জানায় এবং পুনরায় অবরোধের চেষ্টা চালায়। কিন্তু তা আর সফল হয় না। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কোনা মন্তব্য করতে রাজী হননি।

ছাত্রলীগের কর্মীরা দাবী করেন গাড়িতে ধাক্কা দেয়ায় সিনিয়র জুনিয়র নিয়ে সংঘর্ষ ঘটেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল জনান, শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিলো। তবে কেউ কোনো অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *