TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের প্রার্থী মুজিবর রহমান সরোয়ারের পক্ষে প্রচারণায় নেমেছেন বরিশাল নগরীর কলেজ রো এলাকার বাসিন্দারা।

সম্প্রতি কলেজ রো এলাকায় আয়োজিত গণসংযোগ ও ক্যাম্পেইনে অংশ নেন কলেজ রো মসজিদের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বদিউজ্জামান, সহ-সভাপতি মো. সেলিম, পলিটেকনিকের সাবেক অধ্যক্ষ দিদারুল আলম, যুবদল নেতা কাইয়ুম রেজওয়ান সাগর, সমাজসেবক রেজওয়ান বাবু, ড্যাব সদস্য ডা. রেজওয়ান রেজাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে অংশগ্রহণ করে প্রার্থীর প্রতি তাদের সমর্থন জানান।

কলেজ রো নিবাসী মার্গারেট তুলু সাহা বলেন, “দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় আমরা সবাই উদ্বেলিত। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এটাই আমাদের প্রত্যাশা।

প্রচারকালে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের প্রার্থীর বিজয়ের বিকল্প নেই। তারা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানান।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *