নিজস্ব প্রতিবেদক:
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বেতন বৈষম্য দূর করার দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
দীর্ঘদিন ধরে অযৌক্তিক বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ অংশগ্রহণকারীদের। তাদের দাবি করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করা সত্ত্বেও ন্যায্য গ্রেড পাচ্ছেন না তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন মেডিকেল ফার্মাসিস্ট মো. সাইফুল ইসলাম লিটন, মেডিকেল টেকনোলজিস্ট তাওহিদুল হাসান, হাসান মাহমুদ, মেডিকেল ফার্মাসিস্ট নাহিদ ইসলাম এবং মেডিকেল টেকনোলজিস্ট ফেরদৌসী।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়নসহ সব ধরনের বৈষম্য দূর করার দাবি জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে তারা সম্পূর্ণ কর্মবিরতি কম্পিলিট শাটডাউন এ যেতে বাধ্য হবেন।
প্রতিবাদকারীরা জানান, স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারকে দ্রুত ন্যায্য পদক্ষেপ নিতে হবে।






