নিজস্ব প্রতিবেদক :
বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা -১০ এবং ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলাদ -১০ লঞ্চের মধ্যে মাঝ নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই লঞ্চ ই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও নিহতের ঘটনা ঘটেনি।
রাত আনুমানিক সোয়া ২ টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে।
বরিশালের বি আই ডব্লিউ টি এর বন্দর কর্মকর্তা, নৌ পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারনে ঘটে এ ঘটনা।
গতকাল রাত ৯ টার দিকে বরিশাল থেকে প্রিন্স আওলাদ ১০ এবং ঢাকা থেকে কীর্তনখোলা ১০ পৃথক ভাবে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে গন্তব্যের উদ্যেশে ছেড়ে যায়। দুটি লঞ্চ চাঁদপুরের কুয়াশার কবলে পরে।
এ সময় হরিনা নামক স্থানে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি লঞ্চেরই সম্মুখ ভাগ দুমড়ে মুছরে যায়।
এর মধ্যে কীর্তনখোলা ১০ লঞ্চটি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছে। তবে প্রিন্স আওলাদ ১০ দুর্ঘটনা স্থলেই রয়েছে।
প্রায় হাজার দেড়েক যাত্রী ছিলো এই লঞ্চে। এই যাত্রীদের শুভরাজ ১০ নামক অপর একটি লঞ্চ উদ্ধার করে সকাল সারে ৯ টার দিকে বরিশালের উদ্যেশে রওনা করেছে।
দুপুরের যেকোন সময়ের মধ্যে তারা বরিশাল পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত দুই লঞ্চের কোন যাত্রী নিহত হন নি।
তবে বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হওয়ার কথা জানা গেছে।