নিজস্ব প্রতিবেদক :
গৌরনদীর বাটাজোর বাইচখোলা নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ সোমবার সকালে ট্রাক চাঁপায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যান চালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, ভোরে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল।
পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামকস্হানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়।
এতে ঘটনাস্হলেই মাছ ব্যাবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী ঘটনাস্থলেই নিহত হয়।
 
         
                             
                                     
                                    

